চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন একটি জনগুরুত্বপুর্ণ ইউপি হিসেবে পরিচিত।এই ইউনিয়নের খালেকের দোকানের পশ্চিম পার্শ্বে ঘোনা পাড়া সংযোগ সংলগ্ন টংকাবর্তী খাল রয়েছে। খালের এপারের জনসাধারণ ওপারের মানুষের সাধারণ চলাচল করতে চরম দুর্ভোগের অন্ত নাই। খালের এপারে রয়েছে ব্রাক্ষণ পাড়া, খালেকের দোকান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়,সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গ্রাম। খালের ওপারে রয়েছে বড় বড় গ্রাম উত্তর আমিরাবাদ, মধ্যম আমিরাবাদ, ঘোনা পাড়া, মহুরি পাড়া, হরি উকিল পাড়া, চৌধুরী পাড়া, নজির আলী মুন্সির পাড়াসহ অারো অনেক গ্রাম। উক্ত গ্রামগুলোর সাধারণ জনগণ এই টংকাবর্তী খাল যোগে পারাপার করে থাকে। বিশেষ করে বর্ষাকালে খালের পানি বেশী হলে অনেক পথ দিয়ে আমিরাবাদ কিংবা পদুয়া বাজারে যাতায়াত করতে হয় এলাকার জনগণকে এবং কোমলমতী শিক্ষার্থীদেরকে পড়তে হয় চরম বিপাকে। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে স্হানীয় ইউপি সদস্য ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ এবং স্হানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাঁশের দ্বারা নির্মিত একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত ১৬ জানুয়ারী বিকেলে টংকাবর্তী খালের উপর নির্মিত সাঁকোর উদ্বোধন করেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ, সৌদি প্রবাসী সমশুল আলম, ব্যবসায়ী ওসমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। ঘোনা পাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সমশুল আলম উক্ত প্রতিবেদককে জানান,বিগত সময়ে এই খাল দিয়ে অতি কষ্টে ২ হাজার শিক্ষার্থী ও এলাকার জনগণ পারাপার করতে হতো। বাঁশের সাকো নির্মাণ হওয়ায় তাদের গ্রাম হতে বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াতে অনেক বেশী সুবিধা হয়েছে। ব্যবসায়ী মোহাম্মদ ওসমান উক্ত প্রতিনিধিকে জানান,দীর্ঘদিন ধরে তাদের গ্রামের জনসাধারণ খাল দিয়ে পারাপার করতে চরম ভোগান্তির মধ্য পড়তে হত। ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফের আন্তরিক প্রচেষ্টায় বাঁশের সাঁকোটি নির্মাণ করায় তিনি তাকে ধন্যবাদ জানান। স্হানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ উক্ত প্রতিনিধিকে জানান,নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়ন করার জন্য। এলাকার মানুষ ও কোমলমতী শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এই সাঁকোটি আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরীর পরামর্শক্রমে ও আন্তরিক সহযোগিতায় নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী উক্ত প্রতিনিধিকে জানিয়েছেন, টংকাবর্তী খালের কারণে এই এলাকার মানুষ খুব বেশী অবহেলিত। এই খালের উপর শীঘ্রই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপির আন্তরিকতায় একটি গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার বাস্তবায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত সাধারণ জনগণ ও কোমলমতী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সাঁকোটি নির্মাণ করায় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ ও এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানান। বাঁশের দ্বারা নির্মিত সাঁকোটি নির্মাণ হওয়ায় এলাকাবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে এবং এলাকার সর্বস্হরের জনসাধারণ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ ইউসুফ মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।