চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে আইন শৃঙ্খলা সুরক্ষা কমিটির উদ্যোগে ১ মার্চ সকাল আনুমানিক ১১টায় সুখছড়ি মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এলাকার জনসাধারণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্টানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ২নং প্যানেলে চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার এস.এম ইউনুছ, ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আবদুল খালেক,৯নং ওয়ার্ড মেম্বার বাবু মৃণাল কান্তি মিলন মেম্বার,ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিসেস রেহেনা আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন,মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস প্রীতিকা দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।অনুষ্টানে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বলেন,এলাকার আইন শৃঙ্কলার উন্নয়নে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।এলাকার চুরি,মাদক ও ইয়াবা বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এলাকার জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।তিনি আরো বলেন,পুলিশের পাশাপাশি এলাকায় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পাহাদার ব্যবস্হা করে এলাকার আইন শৃঙ্কলার উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।