
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০২০ উপলক্ষে সভা-সেমিনার ও র্যালির পরিবর্তে আজ ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর হযরত আমানত শাহ (রঃ)-এর মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানার শিশুদের মাঝে ইফতারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সেখ ফজলে রাব্বি এসব সামগ্রী বিতরণ করেন। সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, সেমাই, চিনি, চিড়া, মুড়ি, সোয়াবিন তেল, পিঁয়াজ, আলু, জুস, মাস্ক ও লাইফবয় সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোঃ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, তনজিমুল মোছলেমীন এতিমখানার সুপার হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, ঈমাম মাওলানা আবদুর শুক্কুর, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ সাহিদুল ইসলাম, জেলা স্টোর ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস রায় চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন কুমার মজুমদার, বিভাগীয় সরকারী গাড়ী চালক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, সদস্য শাহীনুর ইসলাম প্রমূখ। ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, পুষ্টি উন্নয়নের বুনিয়াদ”।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের ধরিয়ে দেয়ার আহবান জানান তিনি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।