৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২ | ৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

আবারও সংসদ কাঁপালেন কমল


জাতীয় সংসদে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার মধ্য দিয়ে সংসদ কাঁপালেন সাইমুম সরওয়ার কমল এমপি। বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে সর্বোচ্চ সময় ধরে বক্তব্য রেখে আবারও তিনি নিজেকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রমাণ করলেন।
মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে দেওয়া নির্ধারিত সময়ের পরিবর্তে স্পিকারের বিশেষ ক্ষমতায় দীর্ঘ ২৩ মিনিট বক্তব্য রেখে জাতীয় সংসদে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সাংসদ সাইমুম সরওয়ার কমল; এমনই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। অত্যন্ত শ্র“তিমধুর কন্ঠে সংসদে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরার পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারকে সিটি কর্পোরেশন ও বাণিজ্যিক নগরী ঈদগাঁওকে উপজেলা রুপান্তরের জন্য সংসদে জোর দাবী উত্থাপন করেন এমপি কমল।
সাইমুম সরওয়ার কমল এমপি তাঁর বক্তব্যে তুলে ধরেন মুজিবের ছাত্র জীবন থেকে শুরু করে কারাগারে কাটানো সেই দিনগুলির কথা। বাঙালির প্রয়োজনে জাতির জনকে পরিণত হওয়ার পেছনে গোপালগঞ্জের একজন শেখ মুজিবের অসামান্য আত্মত্যাগের কথা। আলোচনা করেন পাকিস্তান সৃষ্টিতে শাহাজাহান ও খাজা নাজিম উদ্দিনের বিকর্তিক ভূমিকা।
সাংসদ কমলের বক্তব্যে উঠে এসেছে, ভারতে অনেকবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। কিন্তু সেখানে কোন দিন সামরিক শাষন আসেনি। বাংলাদেশে সামরিক শাসন এনেছেন বিতর্কিত জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কারনেই স্বৈরাচারী এরশাদ সামরিক শাসন প্রতিষ্ঠা করার সাহস পেয়েছে। সামরিক উর্দি হতে জন্ম নেয়া স্বৈরাচারি জিয়া ও এরশাদ বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে।
সাংসদ সাইমুম সরওয়ার কমলের মনোমুগ্ধকর বক্তব্য চলাচলে সংসদে উপস্থিত সংসদ সদস্যরা করতালি দিয়ে ও টেবিল চাপড়িয়ে সাংসদ কমলের বক্তব্যকে স্বাগত জানান।
তিনি তাঁর বক্তব্যে উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, রামু-কক্সবাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রামুতে সেনানিবাস এবং কক্সবাজারে মেডিকেল কলেজ, আর্ন্তজাতিক ষ্টেডিয়াম, সমুদ্র গবেষণা ইনষ্টিটিউট ও আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়েছেন। রামু-কক্সবাজারের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন কক্সবাজারবাসী কক্সবাজারকে সিটি কর্পোরেশন ও ঈদগাঁওকে উপজেলায় রুপান্তর চায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারবাসীর আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে এ দাবী দু’টি পুরণে জাতীয় সংসদে জোর দাবী জানান সাংসদ কমল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।