
“আজিজনগর বাজারে প্রকাশ্য যুবককে নাপিতের ক্ষুর দিয়ে কুটিয়ে জখম” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সেলিম (৩০) এর উপর হামলা করা হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক সেলিম বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার প্রতিনিধি ও আজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক। গত ২ ডিসেম্বর তিনি আজিজনগর চাম্বি বাজারে প্রকাশ্য যুবককে নাপিতের ক্ষুর দিয়ে কুপানোর এ সংবাদটি প্রকাশ করেন । এরই জের ধরে আজ ১৮ জানুয়ারি বুধবার বেলা পৌনে ১২টার সময় আজিজনগর চাম্বি মফিজ বাজারের ভাইয়া সুপার মার্কেট এলাকার ভাই ভাই ষ্টোর দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী মংচিং হান মার্মা প্রকাশ চাইনিজ কর্তৃক হামলার শিকার হন তিনি।
এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, আজিজনগর হেডম্যান পাড়ার সন্ত্রাসী চাইনিজ আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমি দৌড়ে নিরাপদে পৌছতে গেলে সে আমাকে কাঠ/রড দিয়ে হামলা করার চেষ্টা করে। প্রকাশ্য বাজারে শতশত মানুষের সামনে হুমকি দিতে থাকে তোর এতবড় সাহস আমার বিরুদ্ধে নিউজ করছিস তোকে মেরে ফেলবো। এলাকার লোকজনের সহযোগীতায় আমি প্রাণে বেচেঁ যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে হামলার বিষয়টি জানানো হলে, তিনি বলেন এঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক সেলিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন লামা প্রেসক্লাব, লামা রিপোর্টার্স ক্লাব ও আজিজনগর সাংবাদিক ফোরামের কর্মরত সংবাদ কর্মীরা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।