৯ নভেম্বর, ২০২৫ | ২৪ কার্তিক, ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আজও বৃষ্টি, তবে মাত্রা কমবে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে গতকাল যেভাবে দিনভর কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, আজ সে ধারা কিছুটা কমবে।

একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টিপাত মঙ্গলবার অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে। বুধবারের দিকে অবস্থার উন্নতি হতে পারে। বর্ষাকাল যেহেতু চলে এসেছে, তাই এক বেলা বন্ধ হয়ে আবার বৃষ্টিপাত শুরু হবে। সোমবার দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে আজও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৭ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, চট্টগ্রামে ৮২ মিলিমিটার ও ফেনীতে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।