১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

আজ শুরু এসএসসি, আসনে ৩০ মিনিট আগেই

কক্সবাজার সময় ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সূচি অনুয়ায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী।

এবারই প্রথম দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, পরীক্ষা শুরুর ৭ দিন আগেই কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।’

স্থায়ীভাবে কোচিং বন্ধের বিষয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা আগেও বলেছি, আইন তৈরি হলে কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা নেবো। আইন না থাকার কারণে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় না। তবে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই আইন চূড়ান্ত করা হচ্ছে। আইন হলে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের ব্যবস্থা নেবো।’

পরীক্ষার প্রথমদিন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যাবেন নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।