২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আজ মাঠ গড়াচ্ছে জেলা ফুটবল লীগ,মুখোমুখি হচ্ছে শেখ জামাল চকরিয়া: সাঈদীর দোয়া

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার জেলা ফুটবল লীগ’১৭ (ডিএসএ) শুরু হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ও জেলার আলোচিত ফুটবল দল শেখ জামাল ক্লাব চকরিয়া। তাদের সাথে প্রতিদ্বন্দিতা করবে উখিয়া কোটবাজার খেলোয়াড় সমিতি।
উদ্বোধনী খেলা উপলক্ষে ইতোমধ্যে ফুটবল টিমের সমন্বয়ক শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী’র সভাপতিত্বে তাঁর বাসভবনে টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভানুধায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাব চকরিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোছাইন, সহসভাপতি শেরে আলম শেরু, কোচ নুরুল আবছার, কৃতি ফুটবলার আবুলু, মিজানুর রহমান, কর্মকর্তা মো. জাফর আলম, মো: ইব্রাহিম ও সাজ্জাদ প্রমুখ।
এদিকে শেখ জামাল ক্লাব চকরিয়ার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, অনুষ্ঠিতব্য উদ্বোধনী খেলাটি উপভোগ করার জন্য চকরিয়া উপজেলা ও পৌরসভার সকলস্তরের জনগন এবং ক্রীড়ানুরাগীসহ জেলাবাসীকে আহবান জানিয়েছেন। একই সাথে তিনি চকরিয়া উপজেলার জনপ্রিয় ফুটবল টিম শেখ জামাল ক্লাবের ফুটবল টিমের সাফল্য অব্যাহত রাখার মাধ্যমে আবারও চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে আনতে পারে সেইজন্য চকরিয়াবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।