১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

আওয়ামী লীগের পরাজয়ের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক দলসহ সর্বস্থরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে নিলর্জ ভাবে ক্ষমতা আকঁড়ে ধরে আছেন। যে নির্বাচনে স্বঘোষিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রি পরিষদের অনেক সদস্য নিজেরা ভোট দেয়নি, দিতে হয়নি, বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়। এছাড়া প্রায় ৪৫টি কেন্দ্রে কেউ ভোট দিতে যায়নি এবং শতকরা ৫% জনগণ ভোট দেয়নি। এরপরও আওয়ামী লীগ বলে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি বলেন আওয়ামী লীগ পুনরায় আগামী নির্বাচনে আরেকটি নাটকের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। যা কোন ভাবেই গণতান্ত্রিক জনগণ বাস্তবায়ন করতে দেবে না। তিনি দেশ ও জাতিকে রক্ষা এবং  গণতন্ত্র পুনরুদ্দারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হঠানোর প্রস্তুতি নেয়ার আহবান জানান।
কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইউনুছ, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান নয়ন, জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক বাবু দোলন ধর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।