৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সোমবার রাতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শন ক্যারল। ক্যারল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিরিজ নিয়ে আশাবাদের কথাই শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ‍জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠক শেষে দুপুরে পুলিশ সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ক্যারল। আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে তার। বুধবারই গোয়েন্দা সংস্থা ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দেশে ফিরে যাবেন তিনি।
গত বছর ইংল্যান্ড দলকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছিল। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শককে আশ্বস্ত করে বলেছেন, চাইলে ইংল্যান্ডের চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হবে অস্ট্রেলিয়া দলকে। তবে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানান ক্যারল।
সাংবাদিকদের সিএ’র নিরাপত্তা পরামর্শক বলেছেন, ‘আগামী আগস্টে টেস্ট সিরিজ যেন সফলভাবে হতে পারে, সেজন্য আমরা কাজ করছি। অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছি। ইংল্যান্ড দলকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটা দেখে আমি সন্তুষ্ট। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখে নিশ্চিন্ত হতেই আমি এসেছি।’

পুলিশ সদর দফতরে বৈঠক শেষে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ইংল্যান্ড দলকে যে নিরাপত্তা দিয়েছিলাম, অস্ট্রেলিয়ার জন্যও তেমন নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। আইজিপি মহোদয়ের সঙ্গে বৈঠক করেছি আমরা। তিনি অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের চেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সিরিজটি নিয়ে আমরা আশাবাদী। আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে শন ক্যারল সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বাড়তি নিরাপত্তা চান নি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘জুলাইয়ের শুরুর দিকে সামগ্রিক সুযোগ-সুবিধা দেখতে শন ক্যারল আবার বাংলাদেশে আসবেন। সে সময় তার সঙ্গে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কয়েকজন কর্মকর্তা।’

সফরের সূচি নির্ধারণ হতে পারে কয়েক দিনের মধ্যে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, কোরবানি ঈদের আগে প্রথম এবং পরে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা।

প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সফর স্থগিত করে তারা। একই আশঙ্কায় গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয় নি অস্ট্রেলিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।