২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

অসহায় শ্রমিক কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজারসময় ডেস্কঃ

দেশে করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ককসবাজার দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অসহায় শ্রমিক – কর্মচারীদর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় ও নাছির উদ্দিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ককসবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন । প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সেক্রেটারি আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ ওসমানি, বিশিস্ট বয়বসায়ী নুরুল আমীন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান।

মোস্তাক আহমেদের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল কালাম, বাদশা মিয়া, তাজ উদ্দিন চৌং তামিম, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ছৈয়দ হোসেন, বাহার উদ্দিন, হারুনর রশীদ, এহসান, জাহাঙ্গীর আলম, হামিদ হোসেন ও গিয়াস উদ্দিন রোকন।

গত মাসের প্রথমদিকেও কর্মক্ষম গরীব অসহায় শ্রমিক – কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বলে জানান ইউনিয়নের সেক্রেটারি সাহাব উদ্দিন।

সারাদিন রোজা রেখে ইফতারের সময় যাতে সমস্যায় পড়তে না হয় সেদিক বিবেচনা করে এ উদ্যোগ গ্রহন করা হয়।
এছাড়া প্রতিবছর রমজানে গরিব-অসহায় মানুষের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে দোকান কর্মচারী ইউনিয়ন।

প্রায় এলাকায় লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা সমস্যায়। । করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনা করে
একান্ত অসহায় শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে বলেও জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।