১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী’ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। প্রতিবারের মতোই ‘ভালো কাজে অসহায়দের পাশে থাকে সংগঠনটি। এবার মাহে রমজান, আসন্ন ঈদুল ফিতরও অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাঁতীদলের সদস্য সচিব, হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সাল থেকে তাঁর পিতা-মাতার নামে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরু থেকে অসহায়দের পাশে দাড়ান সংগঠনটি। তিনি আরো জানান, তাঁদের ভাই-বোনরা সম্মিলিতভাবে সংগঠনটি প্রতিষ্টিত করেন। তাঁদের বাৎসরিক আয় থেকে নানা সময় অসহায়দের পাশে দাড়ান।
প্রাপ্ততথ্য মতে, গেল করোনাকালীন সময়ে সংগঠনটি ব্যাপক হারে বিভিন্ন স্থরের লোকজনের পাশে দাড়িয়ে ছিল।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাতীদলের সদস্য সচিব হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী আরো বলেন, চলমান রমজানে ইফতার সামগ্রী এবং আসন্ন ঈদুল ফিতরেও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও উখিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন উপস্থিত ছিলেন।
হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী তাঁর মরহুম পিতা ও মা’র জন্য দোয়া চেয়েছেন। তাঁর মা এখনো বেঁচে আছেন। তাঁরা ৫ ভাই প্রতিষ্টিত ব্যবসায়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।