
চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বাড়ি থেকে প্রায় অর্ধশতাধিক সাপ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গর্জনীয়া হযরত আব্দুল গফুর মাস্টার শাহ (রা.) বাড়ির সৈয়দ মো. রোকন উদ্দিনের ঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়। রাতে সাপগুলো দেখার পর অজ্ঞান হয়ে পড়েন রোকন উদ্দিন। পড়ে সেগুলো মেরে ফেলা হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাতে রোকন উদ্দিনের একতলা বিশিষ্ট পাকা ঘরে প্রবেশপথের সিঁড়ির নিচে সাপের আনাগোনা দেখা যায়। কয়েকটি সাপ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকার লোকজন ছুটে যান। তারা গিয়ে ঘরের সামনে সিঁড়ির নিচে একে একে ৫০টির বেশি সাপ দেখতে পান।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এম বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি সাপ দেখা গেলে তারা মারার চেষ্টা করেন। পরে আরো সাপ দেখতে পেয়ে গৃহকর্তা রোকন উদ্দিন আজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিচলিত হয়ে উঠেন। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে প্রায় প্রায় অর্ধশতাধিক সাপ উদ্ধার করে সেগুলো মেরে ফেলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।