৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান

 


গত কাল সকাল সাড়ে ১০টায় হতে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের যৌথ পরিচালনায় শহরের বিভিন্ন অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট অবৈধ দখলদারকে বিভিন্ন আইনে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আধুনিক কক্সবাজার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক রূপে সাজানোর জন্য এবং বিশে^র দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কক্সবাজারে মাস্টার প্ল্যান অনুযায়ী বিভিন্ন মেঘা প্রজেক্ট বাস্তবায়ন করে একটি আধুনিক নগরী হিসেবে রূপান্তর গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। বর্ষা মৌসুমে পাহাড় কাটার ফলে পাহাড়ে অবৈধ বসবাসকারীরা যাতে পাহাড় ধ্বসে মারাত্মক দুর্ঘটনায় কবলিত না হয় তার জন্য তাদেরকে অপসারণ, পাহাড় কাটা বন্ধ, অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও অনুমোদনবিহীন স্থাপনার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এসময় রুমালিয়ারছড়া, পল্লানকাটা, লাইট হাউস, পাহাড়তলীতে অনেক অবৈধ বাড়ি ঘর উচ্ছেদ করা হয় এবং অসংখ্য অনুমোদনবিহীন স্থাপনায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া যারা অবৈধ ও ঝুকিপূর্ণভাবে দখলে নিয়ে বসবাস করছেন তাদেরকে অতিসত্বর সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কউক এর সদস্য (প্রকৌশল) লে: কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমদ, সচিব ও ম্যাজিষ্ট্রেট মো: আব্দুস সোবহান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেলিম শেখ, পুলিশ প্রশাসন, আনসার ও পিডিবি’র প্রতিনিধিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।