২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

অবশেষে বাস্তবায়ন হল লোহাগাড়া দোলা হাজির পাড়ার মানুষের স্বপ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়া সংলগ্ন দোলা হাজির পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল।উক্ত এলাকায় ১২০পরিবারের মত জনসাধারণ বসবাস করে আসছিল।এই এলাকার মানুষের চলাচলের জন্য কোন রাস্তা না থাকায় অতি কষ্টে তারা যাতায়াত করত।কষ্টের সীমা ছিলনা তাদের।দীর্ঘ ২শ বছর ধরে এই এলাকায় চলাচলের কোন উপযোগী ছিলনা।অন্যজনের জমির উপর দিয়ে জনগণের যাতায়াত করতে হতো।রাস্তা না থাকার কারণে বর্ষাকালে অতি কষ্টে জনসাধারণ চলাচল করত।অনেক সময় দেখা যেতো,অসুস্হ রোগীকে হাসপাতালে নিয়ে আসতে রীতিমত হিমশিম খেতে হতো। রাস্তা চলাচলের জন্য সরকারী রাস্তার খাস জমি থাকলে একটি ষড়ষন্ত্র কারী ও কুচুক্রী মহল বারবার বাধার কারণে সম্ভব হয়নি।অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৬মার্চ এলাকাবাসীরা উদ্যোগ নেন নতুনভাবে রাস্তা করার জন্য।এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পুরণে দোলা হাজিরপাড়ার মনির-মনজুর সড়ক নামে নতুন নামকরণ করে এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার কাজ নির্মাণ করতে সক্ষম হয়েছে। উক্ত রাস্তাটি বাস্তবায়ন করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য,লোহাগাড়া সিটি হাসপাতালের নব নির্বাচিত চেয়ারম্যান, উন্নয়নের রুপকার আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার), লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও লোহাগাড়া সিটি হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফজলে এলাহী আরজু। এ ব্যাপারে দোলা হাজির পাড়া এলাকার নুরুল কবির উক্ত প্রতিবেদককে বলেন,তাদের পাড়াটি দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা না থাকার কারণে অতি কষ্টে তাদের যাতায়াত করতে হতো।পরিবারের কোন মহিলার ডেলিভারীর করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো।তিনি আনন্দের সাথে উক্ত প্রতিনিধিকে জানান,তাদের রাস্তাটির কাজ নতুনভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ও সকল উদ্যোক্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানান।এলাকার আবদুর রহিম বলেন,এলাকাবাসীর জন্য রাস্তাটি নির্মাণ করতে সৌদি প্রবাসী মনির ও মনজুর খুব বেশী ভুমিকা রেখেছেন।তাদের প্রচেষ্টার কারণে আমরা রাস্তা দিয়ে এখন যাতায়াত করতে পারছি।সৌদি প্রবাসী ও অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মনির আহমদ জানান,তিনি,তার পরিবার ও পাড়ার লোকজন অতি কষ্টে চলাচল করত।দীর্ঘ প্রতীক্ষার পর তাদের চলাচলের নতুন রাস্তা নির্মিত হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফজলে এলাহী আরজুকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এলাকার সর্বস্হরের জনসাধারণর সকল উদ্যোক্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।