
নাইক্ষ্যংছড়ি উপজেলার আলীক্ষ্যং এলাকায় নিজ বাড়ী থেকে অস্ত্রের মুখে অপহরনের দুই দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হয়েছে অপহৃত ক্ষুদ্র রাবার বাগান মালিক আবুল বাশার। ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে রামু উপজেলার ঈদগড়ের বৈদ্যপাড়া এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরনকারীরা।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, অপহরনের পর থেকে বাইশারী পুলিশ একে একে ঈদগড়ের আশ্রয়কেন্দ্র, বৈদ্যপাড়া, রিজার্ভ এলাকা, চেইঙ্গাবাজারে পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযান অব্যাহত থাকার ফলে ধরা পড়ার ভয়ে অপহরনকারীরা অপহৃত আবুল বাশারকে কোন ধরনের মুক্তিপন ছাড়াই বৈদ্যপাড়া এলাকায় ছেড়ে দেয়। তাছাড়া অপহরনের ঘটনায় সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।
অপহৃতের বড় ভাই বাদল হোসেন বলেন, গত সোমবার (২০ ফেব্রুয়ারী) ভোরে ৩ টার দিকে অস্ত্রের মুখে অপহরন করার দুই দিন পর পুলিশের সাড়াশী অভিযানের ফলে কোন মুক্তিপন ছাড়াই উদ্ধার হয়েছে আমার ছোট ভাই আবুল বাশার।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।