২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৭ হাজার: আইওএম

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর এই পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যা এখনও টেকনাফের শাহপরীরদ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’র মুখপাত্র লোম ক্রিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে। একইভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
ক্রিস বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী আশ্রয়ের জন্য পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আবাসন, স্যানিটেশন, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন এসব মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ‘আইওএম’ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।