১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৭ হাজার: আইওএম

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর এই পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যা এখনও টেকনাফের শাহপরীরদ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’র মুখপাত্র লোম ক্রিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে। একইভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
ক্রিস বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী আশ্রয়ের জন্য পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আবাসন, স্যানিটেশন, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন এসব মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ‘আইওএম’ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।