১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

রোহিঙ্গা ক্যাম্প সিল করে দেয়ার নির্দেশ দিলেন ইসি সচিব

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বেরুতে না পারে পুরো ক্যাম্প সিল করে দেয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। একইসঙ্গে এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, নির্বাচন উপলক্ষে রোহিঙ্গারা প্রার্থীদের সাথে বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতে পারে। তাদেরকে ভাড়া করে নিয়ে ভোট নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তাই কমপ্লিট কমিশনের সিদ্ধান্ত নিয়ে জরুরিভাবে রোহিঙ্গা রিফিউজি কমিশনার ও তার সাথে অন্যান্য যারা আছেন সবাইকে জানিয়ে দিবো।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ চট্টগ্রামের প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র- সিভয়েস

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।