১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

পোকখালীর গোমাতলী বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু


কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী পাউবো বেড়িবাঁধের বিশাল ভাঙ্গন এলাকা অবশেষে এক বছর পর মাটি ফেলে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অব: কর্ণেল ফোরকান আহমদ। এসময় জেলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, সদর উপজেলা আ‘লীগ সভাপতি আবু তালেব, দপ্তর সম্পাদক মুহিদ উল্লাহ, কউক সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম, প্রবীন সমাজ সেবক এম আব্দুল্লাহ খান, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি সেলিম উদ্দিন, সহ সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক মোসলেম উদ্দিন, সদস্য নুরুল আজিম, ভূমিহীন সমিতির এম আবদুল গফুর, ছৈয়দ আকবর, মহিলা মেম্বার রোকসানা আকতার রুপা, পানি ব্যবস্থাপনা সমিতির হান্নান মিয়া, ঠিকাদার মানিক চেয়ারম্যান ও শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১ কোটি ৫৭ লক্ষ টাকায় পাউবো গোমাতলী বেড়িবাঁধের জরুরী ভিত্তিতে বরাদ্ধ ঘোষণা করেন সরকার । তারই পরিপ্রেক্ষিতে ঠিকাদার মানিক চেয়ারম্যানকে কাজের ধরন বুঝিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে মাটি ফেলে সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।