১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

টেকনাফ সড়কে কৌশলে ইয়াবা পাচার: হেলপার-সুপার ভাইজারসহ আটক-৩


টেকনাফ সড়কে যানবাহন করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়িসহ বাসটি জব্দ করে হেলপার ও সুপার ভাইজারসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়,৪মে বিকাল ৫টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি ইকরামুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০০৪৬) তল্লাশী চালিয়ে ৪হাজার ইয়াবা বড়িসহ বাসটি জব্দ করে। ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার মুহুরীপাড়ার আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ কাশেম (২৮) ও মরিচ্যা ধোয়া পালংয়ের মৃত নুরুল ইসলামের পুত্র রহমত উল্লাহ (১৯)কে আটক করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ভোর সাড়ে ৬টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশী চালিয়ে ২হাজার ইয়াবা বড়িসহ হোয়াইক্যং নয়াপাড়ার আবুল কালামের পুত্র মোজাম্মেল হককে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।