১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

বদি কি সংসদ সদস্য থাকতে পারবেন?তা নিয়ে বিভিন্ন প্রশ্ন!

bodi-1420620012
দুর্নীতি মামলায় দুই বছরের সাজা হওয়ার পর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদি আর সংসদ সদস্যপদ থাকবে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে। সংবিধান অনুযায়ী ফৌজদারি মামলায় কারও দুই বছরের সাজা হলে তার সদস্যপদ থাকে না। তবে তিনি আপিল করলে এই রায় স্থগিত থাকবে কি না, সে বিষয়ে সংবিধানে কিছু বলা নেই।
বুধবার সকালে ঢাকার একটি আদালত অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য থাকার যোগ্যতা হারাবেন।
তাহলে আবদুর রহমান বদির কি সংসদ সদস্যপদ খালি হয়ে যাবে? জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘এখনো ওনার (বদি) আপিল করার অধিকার আছে। আপিল করলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত থাকবে। সে ক্ষেত্রে তার সংসদ সদস্যপদ এখনই খালি হওয়ার কারণ নেই্।’তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বদি আপিল করলেও তার সংসদ সদস্যপদ থাকার কারণ নেই। তিনি বলেন, ‘এই সংসদ সদস্য আপিল করলেও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী থাকার কথা না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের পর আমরা হাইকোর্টে গিয়ে পক্ষে রায় পাইনি। কারণ, আদালত বলেছে তারা সাজাপ্রাপ্ত।’তবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন বলছেন, বিচারিক আদালতের রায়ই চূড়ান্ত নয়। এখনও বদির আপিলের সুযোগ রয়েছে। উচ্চ আদালতের রায়ই হবে চূড়ান্ত। সেখানে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠার সুযোগ নেই।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা হয়েছে, সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্যকে তার পদে থাকার অযোগ্য মনে হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এ বিষয়ে জানানোর জন্য স্পিকার নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দেবেন। তবে এ বিষয়ে এখনও কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। ঢাকাটাইমস

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।