১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার’র নিন্দা

logo

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রিয় অনলাইন পোর্টাল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)’র সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশসহ ৮ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক মামলায় নিন্দা ও মামলা প্রত্যাহার দাবী জানিয়েছেন কক্সবাজারের অনলাইন মাধ্যমের কর্মীদের সংগঠন অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার (ওরাক)। টেকনাফের একজন চিহ্নিত ইয়াবার গডফাদার ও আদমপাচারের হোতা জনৈক নুরুল বশরের বিরুদ্ধে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন জেলা শহরে কর্মরত সংবাদকর্মীরা। এতে সুকৌশলে নিজেকে বাঁচাতে কুচক্রী মহলের প্ররোচনায় ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করে। বাদী পক্ষের দেয়া লিগ্যাল নোটিশের শর্ত বাদী নিজেই ভঙ্গ করেছেন। বিশেষ মহলের ইন্দনে মামলাটি করা হয়েছে, তা স্পষ্ট প্রমাণিত। তাই ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহার দাবী জানান। একই সাথে হয়রানীমূলক মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ ও বিভিন্ন অনলাইন মিডিয়া কর্মরত সকলকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানান।
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার (ওরাক) এর সভাপতি আনছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রশীদ, সহ-সভাপতি সরওয়ার আলম ও মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ মনসুর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।