৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

রেড ক্রিসেন্ট এর ১৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

20150508_0940532
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রস/ ক্রিসেন্ট দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল ৭মে চিত্রাংকন প্রতিযোগিতা ও ৮মে র‌্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান। সকাল ৮.৪৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। ৯ টায় রেড ক্রিসেন্ট ইউনিট হতে বর্ণাঢ্য র‌্যালী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেড ক্রিসেন্ট ইউনিটে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিল শহরের অন্যতম ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ভারপ্রাপ্ত শিক্ষকমন্ডলী, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, ইউনিট কার্য নির্বাহী সদস্যবৃন্দ ও ইউনিটে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ ৭শত জনেরও অধিক। র‌্যালী শেষে ইউনিট প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুরুল আবছার। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী জনাব আবু হেনা মোস্তফা কামাল, কার্য নির্বাহী সদস্য সালা উদ্দিন সেতু, খালেদা জেসমিন, জয়নুল আবেদিন,ইউনিট অফিসার সাজেদা বেগম, যুব প্রধান মো: শাহজাহান এবং যুব রেড ক্রিসেন্ট ভারপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ।সবশেষে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।