১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

‘বন প্রহরীর অপকর্মের সহযোগিতাকারি তদন্তকারি কর্মকর্তা!

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জের দূর্নীতিবার বন প্রহরী আক্তার কামালের বিষয়ে অবশেষে তদন্ত চলছে। তবে নিরপেক্ষ কোন কর্মকর্তাকে নয়, খোদ গুণধর বন প্রহরীর তদন্ত করছেন অবৈধ লেনদেনে জড়িত থাকা তারই বন রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর মিয়াকে। যার কারনে এতদিন ধরে অভিযোগ করে আসা ভোক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারনে বনকর্মীরা ভোক্তভোগী জনসাধারণের তোপের মুখে পড়ার সম্ভাবনা তৈরী হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জে কর্মরত বন প্রহরী আক্তার কামাল বর্তমান কর্মস্থলে যোগদানের পর থেকে নানা রকম দূর্ণীতি, অনিয়ম ও কাঠ পাচারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। সম্প্রতি উক্ত বন প্রহরীর ধারাবাহিক দূর্ণীতির অভিযোগের কারনে ভোক্তভোগী জনসাধারণ বন বিভাগের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। এর পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উক্ত বন প্রহরী আক্তার কামালের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর লামা বিভাগীয় বন কর্মকর্তা এ তদন্তের নির্দেশ দেন।
এব্যপারে তদন্তকারী নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা আবদু সবুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তবে এসময় তিনি বন প্রহরী আক্তার কামাল ‘ম্যান হিসেবে ভাল’ বলে ভূয়সী প্রশংসা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।