১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

ফদনার ডেইল থেকে যুবক অপহরণ, জনতা কর্তৃক অপহরণকারিকে পুলিশে সোর্পদ

index

শহরের ফদনার ডেইল এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়কালে অপহরণকারিকে গণধুলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। ২২ এপ্রিল রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার শহরের ফদনার ডেইল এলাকার জয়নাল আবেদীন এর পুত্র মোঃ রিয়াদকে(২৩) ২২ এপ্রিল রাত ১২টার দিকে তার বসতবাড়ির সামনে থেকে এক দল সন্ত্রাসি ধরে নিয়ে যায়। পরে সন্ত্রাসিরা তাকে বেধড়ক মারধর করে এবং মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকৃত যুবকের মা’র কাছ থেকে নগদ টাকা দাবী করে। এ সময় রিয়াদ এর মা ও বাবা বিষয়টি পাশবর্তী লোকজনদের জানালে তারা খবর নিয়ে এয়ারপোর্ট এর পশ্চিম পাশে লবনের মাঠে যায় খোঁজ করে । এমন সময় সন্ত্রাসিরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া করে অপহরণের সিন্ডিকেট থেকে এক জনকে আটক করে। আটককৃত হলো ওই এলাকায় অবস্থানরত বার্মাইয়া আলী হোসন। পরে তাকে পুলিশে সোর্পদ করে। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপর সন্ত্রাসিদের নাম বের করে। এদিকে এ ঘটনা নিয়ে ৪ জনকে আসামি করে ২৩ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় অপহরণের শিকার রিয়াদের মা জাহেদা আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনার ডেইল এলাকার ডজন মামলার পলাতক আসামী দুর্ধর্ষ সন্ত্রাসি পুলিশের ক্রসফায়ারকৃত রাসেল, বেলাল ও জহির। এছাড়া উক্ত মামলায় আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়েছে বলে মামলার বাদী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।