১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

যুবলীগ নেতা চঞ্চলের ‘আত্মহত্যা’

jubo-ligue


নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এনায়েত কবির চঞ্চল (৪৫)। ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার গ্যারেজের বাথরুম থেকে বুধবার বেলা ১১টা ৫ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বেলা ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার নিচ তলার গ্যারেজের বাথরুমের দরজা ভেঙে এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পয়েন্ট টু-টু বোরের একটি পিস্তলও উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এনায়েত কবির চঞ্চল সকাল ১০টার দিকে হাঁটার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে নিচ তলায় গ্যারেজের ভেতর গাড়িচালকদের বাথরুমে প্রবেশ করে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পর গুলির আওয়াজ শোনা যায়। পরে বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, বেলা ১১টা ৫ মিনিটে বাথরুমের দরজা ভেঙে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পিস্তলও জব্দ করা হয়।

এদিকে, এনায়েত কবির চঞ্চলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের গোসলও সম্পন্ন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।