১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

চকরিয়ায় বালু ভর্তি ডাম্পার চাপায় স্কুল ছাত্র নিহত॥ শ্যামলিমা বাসের ধাক্কায় শিশু আহত

55555
চকরিয়া সড়ক দুর্ঘটনায় মো: এহেছানুল হাবিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুলাহাজারা সাফারী পার্কস্থ বাগান পাড়ার বাসিন্দা দুদু মিয়ার পুত্র ও মালুমঘাট আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের সামনে গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বালুভর্তি একটি ডাম্পার ট্রাকের চাপায় ঘটেছে এ দূর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মো: এহেছান স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে বালি ভর্তি দ্রুতগামী একটি ড্রামপার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ওই গাড়ীর মালিক রংমহল এলাকার কালাম কোম্পানির বলে জানা গেছে।
অপরদিকে একইদিন বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সাফারী পার্ক মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম মুখি যাত্রীবাহী শ্যামলীমা পরিবহনের একটি বাসের (নং-১৪-৪৪০৫) ধাক্কায় সালমা আক্তার নামে এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করেছে। আহত শিশু সালমার অবস্থা আশংকা জনক। সে হায়দার নাশী গুলিস্থান বাজার এলাকার ছৈয়দ আহমদের কন্যা। হতাহতের ঘটনায় জড়িত গাড়ী দু’টির মধ্যে ডাম্পার ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। অপরদিকে পালিয়ে যাওয়ার সময় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় থানা পুলিশ চেকপোষ্ট বসিয়ে আটক করে শ্যামলি মা বাসটিকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।