১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

পুড়িয়ে মারার রাজনীতির পুনরাবৃত্তি হবে না

 

 


পুড়িয়ে মারার রাজনীতির পুনরাবৃত্তি হবে না

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি হবে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে। কিন্তু আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মারার কালচার শুরু করে। এটা দুঃখজনক। এই অপরাজনীতির আর পুনরাবৃত্তি হবে না।’

গণভবনে মঙ্গলবার সকালে সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সারা বছর সবার জীবন সুন্দরভাবে কাটুক এই কামনা করে শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারি পর থেকে প্রায় ৯০-৯২ দিন জুলুম অত্যাচারের কম ঘটনা ঘটেনি। বাসে, ট্রেনে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।’

রাজনৈতিক দল জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতি কেন করে বোধগম্য নয়- এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তাদের মানবিকতা নিয়ে এ সময় প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর পুনারাবৃত্তি হবে না।’

তিনি বলেন, ‘এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করায়, প্রতিরোধ গড়ে তোলায় এর উত্তরণ ঘটেছে।’

দেশের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত।’

এই সাফল্যের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘নতুন বছরে সবার জীবনে সুখ-শান্তিতে বয়ে আনুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।