১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার পরে সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলার ঢুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ মে) ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।
স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জেলে নিয়ে বিশ্বনাথসহ অন্য জেলেরা শনিবার সাগরে মাছ ধরতে যায় কুতুবদিয়ার রত্ন সেন দাসের এফবি সাগর নামে একটি ট্রলার। ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলারটি আবারো বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ মাঝিমাল্লা নিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর শোনেছি। ডুবন্ত ট্রলার ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।