১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির মনোনয়ন দাখিল

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১.২.৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে , বর্তমান কাউন্সিলর ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি এলাকার শত শত জনগণকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে এলাকার মান্যগন্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর বর্তমান প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, গত পাঁচ বছর সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছি। সব সময় মানুষের মতামত কে প্রাধান্য দিয়েছি। জনগণের সবাই নিয়েযিত ছিলাম পাঁচ বছর। মানুষের ভালোবাসা দেখে আবারও মনোনয়ন পত্র দাখিল করলাম। জনগণ আমাকে আবারও নির্বাচিত করলে বাকি জীবনটা তাদের খাদেম হিসেবে কাটিয়ে দেবো।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কাউন্সিলর পাখির পিতা সাবেক চেয়ারম্যান আবদুল গনি, মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির সিনিয়র সহসভাপতি মনজুর সওদাগর, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজ্জাক সিকদার, নারীনেত্রী শামীমা আক্তার শিমু, নুরপাড়া সমাজ কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন জুনু, দুনিয়ার ছড়া সমাজ কমিটির সদস্য সিরাজুল হক, আলী আহমদ, ঠিকাদার মোস্তফা, মুজিবুর রহমান সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর শত শত এলাকার নারী পুরুষ, স্লোগানে স্লোগানের মুখরিত করে তুলে পুরো এলাকা।
শাহেনা আকতার পাখি কক্সবাজার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সবসময় মাঠে ছিলেন। দুর্যোগ, দুঃসময়ে জনগণ যেকোনো সময়ই তাকে কাছে পেয়েছে। এবারের নির্বাচনেও শাহেনা আকতার পাখি বিপুল ভোটে নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।