১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

বনবিভাগের অভিযান; কক্সবাজারে ২৫ একর বনভুমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফলজ চারা লাগিয়ে বনভুমি জবর দখলের চেষ্টাকারী একটি চক্রের হাত থেকে কক্সবাজারের প্রায় ২৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার ওই বনভূমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, চেইন্দা মৌজার প্যরিতক্ত বনভুমিতে স্থানীয় একটি মহল ফলজ চারা ও আনারস বাগান করার চেষ্টা করছিল। এই কারণে স্থানীয় গোষ্ঠীটি বনভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নানা জাতের ফলজ চারা রোপন করে।
এবিষয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, বনবিভাগের অনুমতি ছাড়া একটি মহল সরকারী বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে বনভুমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা একাধিক বার বাঁধা প্রদান করে। কিন্তু গোষ্ঠীটি বাঁধা মানেনি। এই কারনে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে জবরদখলের আওতায় থাকা বনভুমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জবরদখল উচ্ছেদ পূর্বক সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী করা হয়েছে। সেখানে ২০২২-২৩ অর্থ বছরেব প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।