১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

বাংলা কবিতার স্বরূপ ও সাম্প্রতিক আধুনিক নিয়ে ‘অদম্য বাংলাদেশ’ এর মুক্ত আড্ডা

কবিতার কোন নিজস্ব অর্থ বা ব্যাখ্যা থাকতে পারেনা। কবি যে চিন্তার বিবেচনায় কবিতা লেখেন তা এক-এক পাঠকের কাছে ভিন্ন-ভিন্ন অর্থ তৈরি করে।

প্রতিদিনের বাংলাদেশ এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজার জেলা কমিটি আয়োজিত মুক্ত আড্ডায় এমন অভিমত প্রকাশ করেন আলোচকরা।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত কোন বিষয় ছাড়াই শুরু হয় মুক্ত আড্ডা। আড্ডা চলমান অংশে ঘুরে-ফিরে বিষয় হয়ে উঠে বাংলা কবিতার স্বরূপ ও সাম্প্রতিক আধুনিক।

‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজারের আহবায়ক কবি আসিফ নূরের সভাপতিত্বে আড্ডা অতিথি ছিলেন মুজিবপিডিয়ার সম্পাদক কবি ফরিদ কবির, বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজারের পরিচালক ছড়াকার আহসানুল হক। আড্ডার আলোচনা, স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, শিক্ষাবিদ মকবুল আহমদ, কবি গবেষক আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী, সোহেল ইকবাল, রুমি মল্লিক, জোছনা ইকবাল, এম জসিম উদ্দিন, তাপস বড়ুয়া,  তৌহিদুল ইসলাম, হিল্লোল দাশ, মিজান মনির, সাগর শর্মা, ইফতেখার ঈশপ, অনুরণন সিফাত, অন্তিক চক্রবর্তী, এম তাহের কুতুবি প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।