১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সফল করতে আলেম ওলামাদের সাথে মেয়র মুজিবের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সোমবার দুপুরে পর্যটন হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপান্তর হবে। সে ক্ষেত্রে সম্মানিত আলেম ওলামাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের পাশাপাশি সমাবেশে ওলামায়ে কেরামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও বেশি প্রাণবন্ত ও পরিপূর্ণতা এনে দিবে।”
মাওলানা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার হাসেমিয়া আলেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা সামসুল হক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা সিরাজুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা মনছুর আলম আজাদ, মাওলানা খায়রুল বশর, মাওলানা নুরুল আবছার, মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, মাওলানা হোসাইন, মাওলানা রিয়াদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে মাওলানা শাহাদাত হোসাইনকে আহবায়ক এবং মাওলানা আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে একটি প্রস্তুতিমূলক বাস্তবায়ন কমিটি গঠন করে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।