১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

ঈদগাঁওর কৃতি শিক্ষক নুরুল হুদা ফরাজীর ইন্তেকাল; শনিবার দুপুরে জানাজা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওর ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি শাখার) প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক নুরুল হুদা ফরাজী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)l শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঈদগাঁওর জালালাবাদ ফরাজীপাড়াস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ অক্টোবর) বেলা ২টায় জালালাবাদের ফরাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে তাকে মাতা-পিতার কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছেন মরহুমের মেঝ ছেলে রায়হান ফরাজী।

ছেলে রায়হান ফরাজী জানান, তারুণ্যের সময় বৃহত্তর ঈদগাঁওতে শিক্ষা বিস্তারে নিজেকে নিয়োজিত করেছিলেন জালালাবাদ ফরাজীপাড়ার বিত্তশালী হাজী আবদুল মজিদ ফরাজীর সন্তান নুরুল হুদা ফরাজী। ৮০ দশকে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় প্রতিষ্ঠিত ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল হিসেবে পরিচিত) প্রাথমিক শাখার প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন। নব্বই দশকে পারিবারিক প্রয়োজনে প্রবাসে চলে যান। পরে প্রতিষ্ঠানটি মাধ্যমিক শাখা চালু হয়ে বর্তমানে সুনামের সাথে চলছে। একবিংশ শতাব্দীর শুরুতে আবার দেশে এসে পূর্বের শিক্ষকতা পেশায় যোগদেন। বিদ্যালয়টির অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন শাখায় নানা পদে দায়িত্বপালন করছেন। চারদলীয় জোট সরকার আমলের শেষ দিকে সড়ক দূর্ঘটনায় ছোট ছেলে সায়েম ফরাজীর মৃত্যুর পর তিনি শিক্ষকতা ছেড়ে বাড়িতে ফিরেন। এরপর থেকে অন্তমূখী হওয়া মাস্টার নুরুল হুদা ফরাজী নানা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে শয্যাশায়ী হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার আল্লাহর ডাকে ছাড়া দেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের পরিচালনা পরিষদের পক্ষে কামরুল হক চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সদস্য মাস্টার মোহাম্মদ আলম, ঈদগাঁহ সমাজকল্যাণ পরিষদ নেতা কামরুল হাসান বায়েজিদ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মরহুমের নাতী সাংবাদিক সায়ীদ আলমগীর প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।