১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

ছাত্রনেতা খোকা বালুখালী ০১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মনোনীত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ০১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্রনেতা সাদেক হোসেন খোকা মনোনীত হয়েছেন।
গতকাল পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জুনাইদ ও সাধারন সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহিদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি হিসেবে খোকা সহ সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জিহান উদ্দিনকেও মনোনীত করা হয়েছে। বহুদিন পর একটি যোগ্যতম কমিটির অনুমোদন দেয়ায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ ও তৃনমুল পর্যায়ের ছাত্রলীগের নেতা কর্মীরা। তারা আশাবাদী খোকার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে ওয়ার্ড ছাত্রলীগের সকল স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের এই মুলনীতি প্রতিষ্ঠাও জননেত্রী শেখহাসিনা হাতকে শক্তিশালী করতে সংগঠনের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি খোকা। নেত্তৃত্ব নির্বাচিত করার পেছনে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ফজল কাদের চৌধুরী ভুট্টো, ০১ নং ওয়ার্ডের মোম্বার নুরুল আলম সওদাগর, জেলা ছাত্রলীগের সফল সাবেক সভাপতি আলী আহমদ, জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক জননেতা শাহাদাত হোসেন জুয়েলও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ মনজুর, ০২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক সৈকত ওসমান সহ আরো যারা ভুমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য যে খোকা দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যনেল বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীনের ভাগিনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।