১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত; নীতিশ বড়ুয়া সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক


প্রেস বিজ্ঞপ্তি

রামু প্রেস ক্লাবের কমিটি পূণর্গঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে নীতিশ বড়ুয়া সভাপতি এবং সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (১২ মে) বিকাল ৪ টায় রামু উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের সভায় এ কমিটি গঠন করা হয়। এরপূর্বে সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে ১৬ জন কর্মরত সংবাদকর্মীকে রামু প্রেস ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এসএম জাফর ও খালেদ হোসেন, টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য খালেদ শহীদ, এম আবদুল্লাহ আল মামুন ও জহির উদ্দিন খন্দকার।
রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, রামু প্রেসক্লাব কার্যকরী পরিষদ পূণর্গঠন ও সদস্য অর্ন্তভূক্তি সহ ক্লাবের সার্বিক উন্নয়নে আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আহমদ ছৈয়দ ফরমান।
সভায় রামু প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- নীতিশ বড়ুয়া, এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম, ওবাইদুল হক নোমান, মো. নাছির উদ্দিন, আবুল কাশেম সাগর, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, আহমদ ছৈয়দ ফরমান, মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, শওকত ইসলাম, কফিল উদ্দিন, শিপ্ত বড়ুয়া, নুর মোহাম্মদ, এমএইচ আরমান, জহির উদ্দিন খোন্দকার, হামিদুল হক, প্রসূন বড়ুয়া, মো. সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ প্রমূখ।

সভায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ জনপদ রামুর সাংবাদিকতাকেও সমৃদ্ধ করতে সাংবাদিকদেরও ঐক্যমত প্রয়োজন। মানসম্পন্ন লেখনী দিয়ে দেশ ও জনকল্যাণে রামু সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে গণমতের প্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।