১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

সাতক্ষীরায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামী-স্ত্রীসহ দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল এ খবর নিশ্চিত করে জানান, খলসী গ্রামে নিজেদের বাসায় একটি কক্ষে ঘুমিয়ে ছিল দুই ভাই-বোন সিয়াম ও তাসনিম। এর মধ্যে আজ ভোরে কে বা কারা ওই কক্ষে ঢুকে প্রথমে ভাই-বোনকে গলাকেটে হত্যা করে। এ সময় তাঁদের গোঙানির শব্দ শুনে পাশের কক্ষে থাকা মা সাবিনা খাতুন ও বাবা শাহিনুর রহমান জেগে উঠতেই তাঁদেরও একইভাবে হত্যা করা হয়। পরে দুর্বৃত্ততা বাইরে থেকে শেঁকল দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, ওই বাড়িতে তাঁদের মা ও ভাইয়ের পরিবারের চারজনসহ মোট ছয়জন থাকত। গতকাল বুধবার তাঁদের মা ও বড় ভাই আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এর মধ্যে আজ ভোরে বাড়িতে গোঙানির শব্দ শুনে তিনি ছুটে আসতেই দেখেন সবাই মারা গেছে।

রায়হানুল অভিযোগ করেন, পাশের একটি পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাঁর।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।