২৮ অক্টোবর, ২০২৫ | ১২ কার্তিক, ১৪৩২ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

৮ এপ্রিল দৌলত ময়দানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, জনগণের কল্যাণে কাজ করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। ক্ষমতাটা বিএনপির কাছে ভোগের বস্তু। তারা যে যখনই ক্ষমতায় এসেছে অর্থ সম্পদের মালিক হয়েছে। দেশে আবারও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতায় যেতে চেষ্ঠা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে তা অনেক ক্ষেত্রে উন্নয়ন সড়কে ভারত ও পাকিস্তানকেও ছাপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৩ বছরে যে উন্নয়ন হয়েছে আর বিগত ২৫ বছরেও সম্ভব হয়নি।
৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগের জরুরী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- একেএম নজরুল ইসলাম, হাজী এনামুল হক, আসিফ উল মওলা, ডা: পরিমল দাশ, সালাউদ্দিন সেতু, আতিক উল্লাহ কোম্পানী, এডভোকেট ফরিদ উদ্দিন, রফিক মাহমুদ, দুলাল দাশ, ইউসুফ বাবুল, সাইফুদ্দিন, মোহাম্মদ ইউনুছ, রিদুয়ান আলী, জাফর আলম, মিজানুর রহমান, নুরুল আলম পেটান, এবি ছিদ্দিক খোকন, শাহ নেওয়াজ চৌধুরী, গিয়াস উদ্দিন, জানে আলম পুতু, রাজীব দাশ, দীপক দাশ, ওসমান গণি টুলু, নুর মোহাম্মদ, জহিরুল কাদের ভুট্টু, মোহাম্মদ ইউনূছ, আবুল কালাম, শাহাব উদ্দিন, মেজবাহ উদ্দিন কবির, দেলোয়ার হোসেন জান্নু, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, সেলিম ওয়াজেদ, জামশেদ আলম জনি, আব্দুল মজিদ সুমন, আহমদ উল্লাহ, আজিমুল হক আজিম, জাফর আলম, মোহাম্মদ ইলিয়াছ, আসাদুল হক সানি, শফিকুল ইসলাম, একরামুল হুদা, আমির উদ্দিন প্রমূখ।
জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডকে নতুন করে ঢেলে সাজানো হবে, আগামী ৮ এপ্রিল পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ বরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করা হবে। এছাড়া আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।