৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

৬০ দশকের তুখোড় ছাত্রনেতা মুক্তিযুদ্ধের সংগঠক কৃষ্ণ প্রসাদ বড়ুয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

কক্সবাজারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই জেলার অসংখ্য কৃতী ও বরণ্য রাজনীতিতে শিক্ষাগুরু, মেধাবী ও দক্ষ সংগঠক। ষাট দশকে এই অঞ্চলে ছাত্রলীগের রাজনীতির অন্যতম প্রধান নীতি নির্ধারক, তুখোড় বক্তা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস (সাধারণ সম্পাদক), স্বনামধন্য লেখক ও প্রাবন্ধিক কৃষ্ণ প্রসাদ বড়–য়া (৬২) বর্তমানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮নং ওয়ার্ডের ২১নং শয্যায় চিকিৎসাধীন রয়েছে। তাঁর উন্নতর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারিরীক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলছে না। কৃষ্ণ প্রসাদ বড়–য়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে পরবর্তীতে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী এই বীর মুক্তিযোদ্ধা দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আজাদী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমেরা লেখালেখি করেন। তাঁর ইতিহাস ও রাজনীতি নির্ভর প্রবন্ধ পাঠক সমাজের ব্যাপকভাবে আদৃত হয়েছে।
তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান হলেও তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার কলেজে। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। তিনি ছিলেন তৎকালীন সময়ে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের আদর্শের প্রতীক। এই কৃতী ও বরেণ্য ব্যক্তিত্বে পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের আর্শীবাদ কামনা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।