২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

৬০ দশকের তুখোড় ছাত্রনেতা মুক্তিযুদ্ধের সংগঠক কৃষ্ণ প্রসাদ বড়ুয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

কক্সবাজারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই জেলার অসংখ্য কৃতী ও বরণ্য রাজনীতিতে শিক্ষাগুরু, মেধাবী ও দক্ষ সংগঠক। ষাট দশকে এই অঞ্চলে ছাত্রলীগের রাজনীতির অন্যতম প্রধান নীতি নির্ধারক, তুখোড় বক্তা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস (সাধারণ সম্পাদক), স্বনামধন্য লেখক ও প্রাবন্ধিক কৃষ্ণ প্রসাদ বড়–য়া (৬২) বর্তমানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮নং ওয়ার্ডের ২১নং শয্যায় চিকিৎসাধীন রয়েছে। তাঁর উন্নতর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারিরীক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলছে না। কৃষ্ণ প্রসাদ বড়–য়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে পরবর্তীতে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী এই বীর মুক্তিযোদ্ধা দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আজাদী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমেরা লেখালেখি করেন। তাঁর ইতিহাস ও রাজনীতি নির্ভর প্রবন্ধ পাঠক সমাজের ব্যাপকভাবে আদৃত হয়েছে।
তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান হলেও তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার কলেজে। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। তিনি ছিলেন তৎকালীন সময়ে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের আদর্শের প্রতীক। এই কৃতী ও বরেণ্য ব্যক্তিত্বে পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের আর্শীবাদ কামনা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।