২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

৫ বছরে কক্সবাজার-রামু হবে আইটি রাজধানী- এমপি কমল


কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, আগামী ৫বছরে কক্সবাজার-রামু হবে আইটি রাজধানী। ২ বছরের মধ্যে এখানকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ছাত্র-ছাত্রী, তরুন-যুবকদের আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষিত করে ঘরে ঘরে আইটি শিল্প প্রসার করা হবে। গার্মেন্ট শিল্পে বাংলাদেশ যেভাবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করেছে, তেমনিভাবে আইটি শিল্পেও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করা হবে।
সোমবার (২৭ মার্চ) সকালে কক্সবাজার কমার্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।
সাংসদ কমল আরো বলেন, ভৌগোলিক অবস্থানের কারনে আগামী ১০/২০ বছরে এখানে শিল্পায়ন নাও হতে পারে। এমন পরিস্থিতিতে আইটি শহর হিসেবে গড়ে তোলা হলে এখানখার ছেলে-মেয়েরা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারবে। ভারতের ব্যাঙ্গালুরকে পরিকল্পিতভাবে আইটি শহর করা হয়েছে। যা এখন বিশ্বজুড়ে পরিচিতি লাভ করছে। তাই এভাবে আমরাও আমাদের প্রিয় এলাকাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে পারি। তাই আগামী প্রজন্মকে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে উন্নত দেশ গড়ার স্বপ্ন কখনো সফল হবে না। ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, মেধার সমন্বয় ঘটিয়ে নিজেকে আধুনিক ও কর্মক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কক্সবাজার ও রামুর ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে আমি নিরলসভাবে ভূমিকা রাখতে চাই। প্রয়োজনে কোন ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশে পড়াশুনার জন্য যেতে চাইলে আমি বিমান টিকেটসহ ব্যয়ভার বহন করবো।
॥ কমল হাসালেন এবং কাঁদালেন ॥
কক্সবাজার কমার্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রসাত্মক বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের হাসিল রোল ছড়ান। আবার বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে আবেগময় বক্তব্য অনেক শিক্ষার্থীকে কেঁদেও ফেলেন। জেল থেকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি নিয়ে বক্তব্য রাখার সময় শিক্ষার্থীরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
সাংসদ কমল এসময় বলেন, প্রতিবেশী মায়ানমারের আরাকানে এখনো যোগ্য নেতা নেই বলে দাবি-দাওয়া বাস্তবায়ন করতে পারছে না। কাশ্মীরের অনেক এলাকা এখনো বিতর্কিত অবস্থায় রয়ে গেছে। শ্রীলংকার পাটনা দ্বীপের মানুষ তাদের দাবি দাওয়া পূরণ করতে পারেনি যোগ্য নেতৃত্বের অভাবে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর মতো একজন যোগ্য নেতা পেয়েছিলাম বলেই স্বাধীনতার স্বাদ পেয়েছি।
কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আবু তাহের, অধ্যাপক ম.ম জহির, অধ্যাপক নসরুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংসদ কমল আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।
একইদিন সাংসদ কমল বাংলাবাজার ছুরুতিয়া সিনিয়র মাদরাসার পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।