১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৩ লাখ ৩৩ হাজার রোহিঙ্গার নিবন্ধন বাকি

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন মিয়ানমারের ৫ লাখ ৯১ হাজার নাগরিক। এর মধ্যে রোববার (২২ অক্টোবর) পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৬৯ জন। বাকি রয়েছে প্রায় ৩ লাখ ৩৩ হাজার রোহিঙ্গার নিবন্ধন।

উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মিয়ানমার নাগরিকদের পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে ৬টি ক্যাম্পে নিবন্ধন করা হচ্ছে।

সূত্র জানায়, রোববার (২২ অক্টোবর) ১২ হাজার ৩১৯ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। এর মধ্যে কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৫৬২ জন পুরুষ, ১ হাজার ৩ জন নারী মিলে ২ হাজার ৫৬৫ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১৮৯ জন পুরুষ, ৮২১ জন নারী মিলে ২ হাজার ১০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩৬৫ জন পুরুষ, ৪৭৮ জন নারী মিলে ৮৪৩ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৪৯৯ জন পুরুষ, ১ হাজার ৪৫০ জন নারী মিলে ২ হাজার ৯৪৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১৬৭ জন পুরুষ, ১ হাজার ৭১ জন নারী মিলে ২ হাজার ২৩৮ জন, লেদা ক্যাম্পে ৭৪৪ জন পুরুষ, ৯৭০ জন নারী মিলে ১ হাজার ৭১৪ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে।

স্বাস্থ্যসেবা: কক্সবাজার সিভিল সার্জনের নেতৃত্বে ৩৬টি মেডিকেল টিম ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা দিচ্ছে। এ পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ৮১০ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মিয়ানমার নাগরিকদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ১০০ জনকে হাম রুবেলার টিকা, ৭৫ হাজার ৪৪০ জনকে ওপিভি টিকা, ৭৩ হাজার ৩২০ জনকে ভিটামিন এ ক্যাপসুল, ৭ লাখ ৪৮৭ জনকে কলেরা টিকা দেওয়া হয়েছে। ৩০ হাজার গর্ভবতী নারীকে এএনসি সেবা ও ৩০ হাজার নারীকে প্রসূতিসেবা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২০ হাজার ১২৫ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এসব শিশুর ডাটা বেইজ সংরক্ষণ করা হচ্ছে।

রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে পুলিশের ১১টি চেকপোস্ট বসানো হয়েছে। কক্সবাজার থেকে উদ্ধার করা ২৯ হাজার ৪৫২ জন ও অন্যান্য জেলা থেকে উদ্ধার করা ৭০৯ জনকে ক্যাম্পে পাঠানো হয়েছে। নৌকাডুবিসহ নৌ দুর্ঘটনায় ১৮৬ জন রোহিঙ্গা মারা গেছেন।

বান্দরবানে থাকা ১৭ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে ৭ হাজার জনকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ হাজার জনের স্থানান্তর প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।