৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২৩ ভাদ্র, ১৪৩২ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

২দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শনিবার


শনিবার (১৮ ফেব্রুয়ারী) কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। ইসলামী সম্মেলন সংস্থার আয়োজনে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সম্মেলনে প্রধান অতিথি থাকছেন- ভারতের দেওবন্দ দারুল উলুম যাকারিয়া মাদ্রাসার শায়খুল হাদীস, বহু কিতাব রচয়িতা আল্লামা মুফতি শাকিল আহমদ।
মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুই দিনের আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ মেহমান হিসাবে আলোচনা করবেন, চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী, জামেয়া আরবিয়া জিরির প্রধান পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতি আরশাদ রহমানী, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা জুনাইদ আল-হাবীব, আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা খোরশেদ আলম কাসেমী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ তাশরীফ আনবেন।
এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে ইসলামপ্রিয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করেছেন ইসলামী সম্মেলন সংস্থার কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোখতার আহমদ ও নির্বাহী সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম।
এদিকে ইসলামী সম্মেলন সংস্থার কক্সবাজার জেলা নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ এক বিবৃতিতে জানান, সম্মেলন শুধু কক্সবাজারের জন্য নয়, এটি একটি অন্যতম দ্বীনি মাহফিল। এতে সকল ঈমানদারের অংশ গ্রহণ জরুরী। দল মত নির্বিশেষ তিনি সকলকে সম্মেলনে দাওয়াত দিয়েছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।