১৪ জুলাই, ২০২৫ | ৩০ আষাঢ়, ১৪৩২ | ১৮ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

১৫ এএসপিকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদের ১৫ কর্মকর্তাকে বদলি  করা হয়েছে।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ হয়।  সোমবার প্রজ্ঞাপন জারি করা হলে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়- চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসাকে একই পদে একই জেলার এপিবিএনে, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল শেখ মো. আব্দুল্লাহ বিন কালামকে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মুহাম্মদ শফি ইকবালকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মাদারীপুরে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এ ছাড়া বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার চতুর্থ এপিবিএন মোছা. শিরিন আক্তার জাহানকে একই পদে রাজশাহীতে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে অতিরিক্ত পুলিশ সুপার ১২ এপিবিএন ঢাকায়, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার ফাল্গুনী পুরকায়স্থকে একই পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মো. আল মাহমুদ হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল কুড়িগ্রামে, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তৃতীয় এপিবিএন মো. মইনুল হককে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল গাইবান্ধায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল্লাহ-আল-মাসুমকে একই পদে চট্টগ্রামের হাটহাজারীতে, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইবনে মিজানকে একই পদে সদর সার্কেল পাবনায়, বর্তমানে মিশন থেকে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর), ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সিলেটে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।