৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে হেফাজত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকায় এসে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত।

এ দাবি মানা না হলে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এবং চট্টগ্রামে আন্দরকিল্লাহ শাহী মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করবে তারা। এতেও যদি এই মূর্তি অপসারণ করা না হয় তাহলে পরবর্তীতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সর্বোচ্চ স্থান সুপ্রিম কোর্ট-প্রাঙ্গণে কথিত ন্যায়ের প্রতীক দেবী থেমিসের মূর্তি স্থাপন হচ্ছে চরম ধৃষ্টতা এবং রাষ্ট্রধর্ম ইসলামের অবমাননাও বটে। এটি দেশের তৌহিদি জনতার ঈমানী চেতনা, ধর্মীয় ভাবধারা ও মূল্যবোধ বিরোধী এবং সেইসঙ্গে স্বাধীন জাতি হিসেবে আমাদের নিজস্ব ইতিহাস, কৃষ্টি-সংস্কৃতি ও আত্মমর্যাদাবোধেরও সম্পূর্ণ বিপরীত।’

বক্তারা আরও বলেন, ‘আমরা ভাস্কর্য বিরোধী নই। তবে এটি হতে হবে আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

বক্তারা বলেন, ‘এটি কেবল মূর্তি নয় দেবী। এটাকে যদি কেউ ন্যায়বিচারের প্রতীক মনে করে তাহলে তারা মুসলমান নয়। অবিলম্বে এটি অপসারণ করতে হবে তা না হলে বৃহত্তর কর্মসূচির ব্যবস্থা নেওয়া হবে।’

কী ধরনের ভাস্কর্য হতে পারে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, ‘ভাস্কর্য হতে পারে যেমন পবিত্র আল-কোরআন, ধান, পাট, মক্কা-প্রতিষ্ঠানের মতো ধর্মীয় প্রতিষ্ঠান।’

সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের একটি বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। এতে বলা হয়, ‘অ্যাটর্নি জেনারেল বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য বোঝা প্রয়োজন।’ ভাস্কর্য এবং ধর্মীয় প্রতিমাকে গুলিয়ে ফেলার একটা প্রবণতা আমাদের সমাজে আছে। সেই সুযোগ নেয় ধর্মীয় উগ্রবাদীরা। এখনও তাই হয়েছে।’ এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, ‘ভাস্কর্য এবং মূর্তির পার্থক্যের জ্ঞান তার মতো ধর্মীয় জ্ঞানহীন অ্যাটর্নি জেনারেল থেকে শিখতে হবে না। দেশের আলেমসমাজকে বোকা ভাবাই মূর্খতার পরিচায়ক।’

বক্তারা গ্রিক পুরানের দেবি থেমিসকে ন্যায়ের প্রতীক হিসেবে মনে করাকে ঔপনিবেশিক ধ্যান-ধারণা হিসেবে সমালোচনা করেন এবং সেই নগ্ন দেবিকে আবার শাড়ি পড়িয়ে সুপ্রিম কোর্টে উপস্থাপনকে হাস্যকর উল্লেখ করে বলেন, আমরা ভুঁইফোড় কোনও জাতি নই যে আমাদের পরজীবীতার আশ্রয় নিতে হবে। সংখ্যাগুরু হিন্দু ধর্মালম্বীদের দেশ ভারত ও পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও এ ধরনের কোনও মূর্তি নেই বলেও মন্তব্য করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। আরও উপস্থিত যুগ্ম মহাসচিম মো. ফয়েজুল্লাহ, যুগ্ম মহাসচিব মইনুদ্দীন রুহি এবং আল্লামা শফির প্রেস সেক্রেটারি মুনীর আহমেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।