৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

হেলে পড়া মৎস্য ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত

 Coxs-Fishari-(4)

জেলা শহরের মৎস্য অবতরণ কেন্দ্রের হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও বিএফডিসি কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বৈঠক করে এ ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন  জানান, আগামী দু-এক দিনের মধ্যে ভাঙার কাজ শুরু হবে। এরই মধ্যে ভবনটি ভেঙে ফেলার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশের মৎস্য আড়তদার ও ব্যবসায়ীদের নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বাঁকখালী নদীতেও নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এদিকে সরেজমিনে গিয়ে মঙ্গলবার সকাল ও দুপুরে ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশে অনেককেই মৎস্য আনা-নেওয়া করতে দেখা গেছে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে কয়েকটি বিকট আওয়াজে ভবনটি বাঁকখালী নদীর দিকে হেলে পড়ে। এতে ভবনটির নিচের পিলারসমূহ সরে গেছে ও নিচের ফ্লোরের অধিকাংশ অংশ দেবে গেছে। তবে ঘটনাটি রাতে ঘটায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের এ ভবনটি ১৯৮৮ সালে নির্মাণ করেছিল। এ ভবনটিকে কেন্দ্র করে কক্সবাজারের সকল প্রকার মাছ ধরার ট্রলার মাছ খালাস করত। ২০১২ সালে বর্ষায় নদীর স্রোতের আঘাতে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তখন থেকে এটি ঝুঁকিপূর্ণ হলেও তার সকল কার্যক্রম চলে আসছিল। পরে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।