৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

হাসিঘর ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও মিলনমেলা সম্পন্ন

অসহায়ের মুখে হাসি ফুটাবো স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৮ অক্টোবর) উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হাসিঘর ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল।

অনুষ্টানে প্রধানবক্তা ছিলেন হাসিঘর ফাউন্ডেশনের উপদেষ্টা উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেনমিথুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, এডভোকেট মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, সংগঠনের নামের সাথে সবার কাজের মিল থাকতে হবে।হাসিমুখে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার মন মানসিকতা থাকতে হবে। আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়েআগামীতে দেশের বড় বড় অফিসার হবেন। নেতৃত্ব দেবার মন মানসিকতায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

হাসিঘর ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য উম্মে সালমার সঞ্চালনায় নোমান মোহাম্মদ তারেকের পবিত্র কোরআনতিলাওয়াতে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন, হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সভাপতি পি এমমোবারক, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নাজমুল হাসান, উখিয়া শাখার প্রচার সম্পাদক রেজাউল হাসান রিফাত প্রমুখ

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, সুন্দর মনের মানুষরাই সংগঠিত হতে পারে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজকরা আমাদের স্বপ্ন। আমরা সমাজকে নতুন কিছু উপহার দিতে চাই। তারুণ্যের উদ্দীপনায় হাসিঘর ফাউন্ডেশনের সদস্যরাস্বেচ্ছাসেবী কর্মসূচি উদযাপন করে। আমাদের অঙ্গীকারঅসহায়ের মুখে হাঁসি ফোটাবো সেই প্রত্যয়ে সামজিক উন্নয়নে, দেশ জাতির স্বার্থে হাসিঘর ফাউন্ডেশনের কাজকে আমরা এগিয়ে নেবো। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো।

হাসিঘর ফাউন্ডেশন দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে কক্সবাজার জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।হাসিঘর ফাউন্ডেশনের নতুন সদস্যদের বরণ এবং হাসিঘর ফাউন্ডেশন  এর স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে বেস্ট  টিম লিডার বেষ্টভলান্টিয়ার অ্যাওয়ার্ড  প্রদান করা হয়।

হাসিঘর ফাউন্ডেশন এর বেস্ট টিম লিডার অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করেন  একেএনসি  উচ্চ বিদ্যালয় এর গার্লস টিম লিডারসায়িদা আফিয়া আলম নিহা, বয়েস টিম লিডার মাহির, এবং মুক্তিযুদ্ধা সৃতি বালিকা উচ্চ বিদ্যালয় টিম লিডার শিউলিআকতার টিম লিডার নূর। এবং হাসিঘর ফাউন্ডেশন এর বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করেন উখিয়া শাখা সভাপতি পিএম মোবারক, এবং সদস্য সাইফুল ইসলাম শিহাব,ইয়াচিন আরফাত,হালিমা আকতার,নাজমুল হাসান। মোস্তাফিজুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।