২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

হলদিয়া মধুঘোনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

গত ১৭ ডিসেম্বর উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের গুরা মিয়া গ্যারেজ স্ংলগ্ন মধুঘোনায় জমি জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে স্ংগঠিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে এলাকাবাসী।  জায়গা দখলের নামে  নিরহ নারী-পুরুষের উপর নির্বিচারে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবীতে এক বিশাল প্রতিবাদ সভা করেছে শত শত নারী-পুরুষ।
গত ২০ ডিসেম্বর বিকার ৩টায় উখিয়া থানা পুলিশের উপস্হিতিতে  স্হানীয় গুরা মিয়া গ্যারেজ মাঠে অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় কোরআন তিলাওয়াত কররেন হাফেজ হামিদ হোসাইন, এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন হলদিয়া ১ নং ওয়ার্ডের মেম্বার এম,মন্জুর আলম। 
সমাজ সেবক কবির আহমদের সভাপতিত্বে ও ফরিদুর আলমের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক জয়নাল উদ্দিন বাবুল, ৬ ওয়ার্ড মেম্বার শামশুল আলম, মহিলা মেম্বার সাজেদা আকতার, খোরশেদ আলম মনু, জাহাঙ্গীর আলম, রশিদ আহমদ, আলী হোছন, নুরুল আজিম মনু, প্রমুখ। বক্তারা বলেন, যারা ভাড়াতে সন্ত্রাসী এনে  শান্তিপ্রিয় নারী পুরুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে এলাকার শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলেছে, তারা দেশ ও জাতীর শত্রু, এদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। অভিলম্বে অভিযুক্তদের বিরুদ্বে ব্যবস্হা গ্রহনের জন্য পুলিশ প্রশাসেনর প্রতি জোর দাবী জানান এবং সুষ্ট বিচার না হওয়া পর্যন্ত অন্যায় অত্যচারের বিরুদ্বে জিহাদ চালিয়ে ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য গুরা মিয়া গ্যারেজ সংলগ্ন মধু ঘোনা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র নুরুল আলমের সাথে বসতভিটা দখলকে কেন্দ্র করে গত। ১৭ ডিসেম্বর স্বশস্ত্র সংঘর্ষে, প্রায় ৩০/৩৫ জন নারী পুরুষ আহত হয়। আহতদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রী তৈয়বা বেগম ও রশিদ আহমদের পুত্র মোঃ করিমের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।