১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

10987706_824390690980091_2353677296534136717_n
২০ দলীয় জোট ঘোষিত অবরোধ ও চলমান ৭২ ঘন্টা হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করে কক্সবাজার শহর জামায়াত। ১৯ মার্চ বৃহস্পতিবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশের বর্তমান অচলাবস্থার জন্য শেখ হাসিনার হিটলার-মুসোলিনি শাসনই দায়ী। বাকশালী সরকার রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমাধান না করে রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছে। নিরীহ মানুষের উপর পুলিশ, বিজিবি ও র‌্যাবের নিষ্ঠুর-নির্মম নির্যাতনের কারণে ঘরে ঘরে আজ মজলুমের আহাজারি বেড়েছে। রাষ্ট্রের কথা, জনগণের দাবি ও মতামত উপেক্ষা করে এবং সংবিধান লঙ্ঘন করে দেশবাসীর সাথে প্রতারণা করেছেন শেখ হাসিনা। নিজের অভিলাষ পূরণের জন্য দেশকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ ছাত্রাবাসে গভীর রাতে পুলিশ তল্লাশির নামে ঘুমন্ত ছাত্রদের আটক ও অস্ত্র উদ্ধারের যে নাটক সাজিয়েছে তা আওয়ামী ষড়যন্ত্র বাস্তবায়নের একটি নিকৃষ্ট অংশ মাত্র। দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি জনগণের সহানুভূতি ও সরকারের জুলুম-নির্যাতনে দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে সরকার পরিকল্পিতভাবে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এসব ঘটনা সাজিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের যোগসূত্র স্থাপনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা, তারা বলেন গণতন্ত্র, দেশ ও ইসলাম বাঁচার আন্দোলন অচিরেই আরো তীব্র রূপ ধারণ করে এই সরকারের পতন নিশ্চিত করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।