১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচী

Atik 25-03-15
যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী গ্রহন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাংগন থেকে দিনের কর্মসূচীর সুত্রপাত হবে । স্বাধীনতা দিবসে সুর্যোদয়ের সাথে সাথে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সবকারী বেসরকারী বিভাগ/সংস্থা সামাজিক , রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের জনতা পুস্পস্তবক অর্পন করবেন। একই সময় পুরাতন সী-বীচ রেষ্ট হাউজের সম্মুস্থ বধ্যভূমির শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও সকল সরকারী-বেসরকারী এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে । কক্সবাজার ষ্টেডিয়ামে সকাল ৮ টায় কুজকাওয়াজ,সালাম গ্রহন ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে । মুক্তিযোদ্ধা,বিএনসিসি, পুলিশ , আনসার ও ভিডিপি, ফায়ার সাভিস, বয়েজ স্কাউট, গালর্সগাইড, রোভার স্কাউট এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এ কুজকাওয়াজে অংশ নেবে।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সোয়া এগারটায় শহীদ মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতকার, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী , মহিলাদের ক্রীড়া , জেলা প্রশাসন বনাম পৌরজনতা প্রীতি, ফুটবল ম্যচ, ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাসপাতাল, এতিমখানা এবং জেলা কারাগারে বন্দীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও জাতির শান্তিও অগ্রগতি কামনা করে মসজিদে বাদ আসর এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধা জনক সময়ে বিশেষ প্রর্থনা করা হবে বলে জেলা প্রশাসন সুত্রে জানাগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।