সংবাদ বিজ্ঞপ্তিঃ দক্ষিণ কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাউদার্ণ কক্সবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ উখিয়া উপজেলার পাগলির বিল এলাকায় মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী কামরান পাশা।
ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সভাপতি জাহেদুল আলমের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মূখ্য ব্যবস্থাপক রাজেন রানা, অফিস কো-অর্ডিনেটর সেলিম উদ্দিন, কার্যকরী পরিষদ সেক্রেটারি রহমত উল্লাহ, সহ-সভাপতি(যোগাযোগ) হুমায়ুন কবির, সহ-সেক্রেটারি(ব্যবস্থাপনা) রাজু বড়ুয়া, ফাইন্যান্স সেক্রেটারি নুরুল আমিন, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি কনক বড়ুয়া শ্রাবন, কৃষি ও শিল্প বিষয়ক সেক্রেটারি আকতার উদ্দিন প্রমুখ।
এসময় বিশ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।